Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভার সিদ্ধান্তসমূহ

১০নং শার্শা ইউনিয়ন পরিষদের  জুন ২০১৮  মাসের সাধারন সভার সিদ্ধান্ত :

জনাব সভাপতি সাহেবের উপরোক্ত প্রস্তাবের উপর উপস্থিত সদস্যগণ বিষয়টির উপর বিস্তারিত আলোচনা শেষে সর্বসন্মতিক্রমে  ইউনিয়ন পরিষদের রাজস্ব আয় বাড়াতে ইউনিয়ন পরিষদের পুকুরের পূর্বপাশে  পিচ রাস্তার পাশ দিয়ে পাকা ঘর   নির্মান করতে প্লট আকারে  জমি ভাড়া প্রদান বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন।  এক্ষেত্রে প্রতিটি ঘর  পূর্ব পশ্চীম লম্বা ২৪ ফুট এবং  উত্তর দক্ষিন  চওড়া  ১২ ফুট আকারে মোট ০৬ (ছয়) টি ঘর হবে ।  স্থান সংকুলান না হওয়াতে  সর্বদক্ষিনে ০৭ (সাত) নম্বর  ঘরটি অর্থাৎ রেল লাইনের পাশের ঘরটি  চওড়ায় কিছু কম হবে। এছাড়া আরো সিদ্ধান্ত হয় যে,  প্রতিটি  ঘরের (প্রথম তলা ও  ২য় তলা) মাসিক ভাড়া ৩০০/= (তিনশত) টাকা হবে এবং প্রতিটি ঘরের জন্য অগ্রিম ৫,০০০/= (পাঁচ হাজার) টাকা ইউনিয়ন পরিষদকে দিতে হবে যাহা পরর্তীতে মাসিক ভাড়ায় সমন্বয় করা হবে। কোন  ভাড়াটিয়া  এনজিও অফিস, ব্যাংক, বীমা, ক্লিনিক, হাসপাতাল ব্যবসা করতে চাইলে তাকে অগ্রাধিকার প্রদান করতে হবে।

১০নং শার্শা ইউনিয়ন পরিষদের  মে ২০১৮  মাসের বিশেষ সভার সিদ্ধান্ত

           আলোচনার শুরুতেই জনাব সভাপতি সাহেব জানান যে, অত্র  ১০নং শার্শা ইউনিয়ন পরিষদের জন্য  সম্পত্তি হস্তান্তর  ১% অর্থ ৩,৬২,৪৯০/= টাকা  বরাদ্দ পাওয়া  গেছে।  এখন প্রকল্প গ্রহণ করতে জনাব সভাপতি সাহেব প্রস্তাব করেন।  

            জনাব সভাপতি সাহেবের প্রস্তাবের উপর উপস্থিত সদস্যগণ বিস্তারিত আলোচনা শেষে সর্বসন্মতিক্রমে নিন্মরুপ  সিদ্ধান্ত গ্রহণ করেন ।