দিগন্ত বিস্তৃত শবজি ও ধানক্ষেত আর সবুজের সমারহ নিয়ে শার্শা ইউনিয়নপরিষদ। এই ইউনিয়নের পূর্বের সীমানা দিয়ে বয়ে গেছে কবতক্ষ নদ। এই ইউনিয়নপরিষদের স্থাপন কাল ইং- ১৯৬২ সাল। এর সিমানা উত্তরে নিজামপুর ইউনিয়ন, দক্ষিনে উলাশী ইউনিয়ন, পূর্বে ঝিকর গাছা উপজেলার নাভারণ ইউনিয়ন এবং পশ্চিমেবেনাপোল ইউনিয়ন পরিষদ। সাবেক পাকিস্তান আমলে ১০ নং শার্শা ইউনিয়ন কাউন্সিলনাম করণ ছিলো। কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১০ নং শার্শা ইউনিয়নপরিষদ নামে নাম করণ করা হয়। যোগাযোগ ব্যবস্থা শার্শা উপজেলা ও জেলা সদরথেকে (যশোর বেনাপোল মহা সড়কে উপজেলা স্বাস্থ্য কম্প্লেস, হাসপাতাল রোডসংলগ্ন) পাকা সড়কে যাতায়াত করা যায়।
ইউনিয়ন পরিষদের পরিচিতিঃ
(ক) এর আয়াতনঃ ১৪ বর্গ কিলো মিটার (খ) ওয়ার্ডের সংখ্যাঃ ০৯ টি (গ) গ্রামেরসংখ্যাঃ ২৪ টি (ঘ) হাটবাজারের সংখ্যাঃ ০২ টি (ঙ) মৌজার সংখ্যাঃ ১৫ টি (চ)খোয়াড়ের সংখ্যাঃ ১১ টি।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS